আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। গতকাল শনিবার সন্ধ্যার পর কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের নানান উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে, আবার নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।’ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, ‘আমরা সব সময় আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।’
শিরোনাম
সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নৌকা প্রতীক আবারো জিতবে : জর্জ
-
কুষ্টিয়া প্রতিনিধি - আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- ।
- 111
জনপ্রিয় সংবাদ





















