আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খাগড়াছড়ির ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য খাগড়াছড়ি জেলার ১ টি আসনে বিএনপি,জামায়াত, স্বতন্ত্র এবং জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
খাগড়াছড়ি জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১শত ১৪ জন। পুরুষ ২লক্ষ ৮০ হাজার ২০৬, মহিলা ২ লক্ষ ৭৩ হাজার ৯০৪, হিজড়া ৪ জন।
শু/সবা





















