১২:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশর কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে কৃষি জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন সকল শ্রেণি পেশার মানুষ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাড়াশ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নাগরিক আন্দোলনের ব্যানারে এর আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, নাগরিক আন্দোলনের আহব্বায়ক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক সনাতন দাশ, সাংবাদিক ও উন্নয়নকর্মী গোলাম মোস্তফা, মাওলানা সোয়ায়েব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে গেছে। বিশেষ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, আইনের সঠিক প্রয়োগ কেন করা হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না পুকুর খনন। ” বরং বেড়েই চলেছে। আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিন (ভেক্যু) জব্দের দাবি জানান বক্তারা।
এ কর্মসূচিতে ভুক্তভোগী কৃষকরা বলেন, যাদের জমি বেশী, যত্রতত্র পুকুর খনন করছেন। পুকুর পাড়ের আশপাশের গরীব কৃষকদের জমি জলাবদ্ধতার কবলে পড়ে অনাবাদীই থেকে যাচ্ছে।
নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী বলেন, বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মাঝে ৬০ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে। এ পুকুরটির কারণে শাস্তান ও সোলাপাড়ার বিস্তীর্ণ মাঠের হাজারো বিঘা কৃষি জমি জলাবদ্ধ হয়ে পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, আইন লঙ্ঘন করে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে কয়েক জনকে জরিমানা করা হয়েছে। অভিযান জোরালো করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

তাড়াশর কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে কৃষি জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন সকল শ্রেণি পেশার মানুষ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাড়াশ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নাগরিক আন্দোলনের ব্যানারে এর আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, নাগরিক আন্দোলনের আহব্বায়ক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক সনাতন দাশ, সাংবাদিক ও উন্নয়নকর্মী গোলাম মোস্তফা, মাওলানা সোয়ায়েব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে গেছে। বিশেষ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, আইনের সঠিক প্রয়োগ কেন করা হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না পুকুর খনন। ” বরং বেড়েই চলেছে। আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিন (ভেক্যু) জব্দের দাবি জানান বক্তারা।
এ কর্মসূচিতে ভুক্তভোগী কৃষকরা বলেন, যাদের জমি বেশী, যত্রতত্র পুকুর খনন করছেন। পুকুর পাড়ের আশপাশের গরীব কৃষকদের জমি জলাবদ্ধতার কবলে পড়ে অনাবাদীই থেকে যাচ্ছে।
নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী বলেন, বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মাঝে ৬০ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে। এ পুকুরটির কারণে শাস্তান ও সোলাপাড়ার বিস্তীর্ণ মাঠের হাজারো বিঘা কৃষি জমি জলাবদ্ধ হয়ে পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, আইন লঙ্ঘন করে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে কয়েক জনকে জরিমানা করা হয়েছে। অভিযান জোরালো করা হয়েছে।

এমআর/সবা