ফেনী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথর্ী ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, “ভোটে আমি প্রথম হতে চাই না। আমি তৃতীয় হতে চাই। প্রথম হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় হবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয়বারের মতো নৌকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। অনেক বড় বড় নেতা মনোনয়ন পাননি। শেখ হাসিনা আমাকে ভালোবাসেন বলে মনোনয়ন দিয়ে আপনাদেরকে সম্মানিত করেছেন।”
নিজাম হাজারী আরো বলেন, “আপনারা মাথায় রাখতে হবে জাল ভোট আর হবে না। আমি জাল ভোটে অতীতেও নির্বাচিত হইনি ভবিষ্যতেও হতে চাই না। আমরা স্বাক্ষর বিহীন জাল ভোট চাই না। আপনারা বাড়ি-বাড়ি গিয়ে দেখবেন কারা ভোট কেন্দ্রে আসছে না তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। আমাদের মায়েরা ও পিতৃতুল্য মুরুব্বীদের ভোট কেন্দ্রে নিয়ে এসে আবার বাড়ি পৌঁছে দিতে হবে। কোনভাবে ভোটারদের অসম্মান করা যাবে না। সবাই সঠিকভাবে দায়িত্বপালন করছে কিনা সেই দিকে আপনারা খেয়াল রাখতে হবে। রিকশা যে পরিমান দরকার সেই পরিমান রাখতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অতিউৎসাহিত হয়ে আমাকে দেখানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কাজ যেন কিছুতেই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের আবার বাদও দিবে না। তাদেরকে আপনারা বুঝিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। ১ জানুয়ারি শেষ নির্বাচনী সভা হবে। আপনারা সবাই কেন্দ্রভিত্তিক কাজ সুন্দরভাবে করবেন। কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন। এই কাগজটি খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। মূল্যবান ভোট যাকে মন চায় তাকে দিবেন।”
শনিবার রাতে ফেনী পৌর আওয়ামীলীগের আয়োজনে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে পৌরসভার ১৮টি ওয়ার্ডে কেন্দ্র প্রধান ও উপ-প্রধানদের মতবিনিময় সভা তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পৌর সভাপতি আয়নুল কবীর শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহমদ, সহ-সভাপতি ইফতেখার ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক নারী সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগে
সদস্য হাজী আলাউদ্দিন সহ নেতৃবৃন্দ।


























