আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ কুড়িগ্রাম-৪
(রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপ্লব
হাসান পলাশ এর পক্ষে ভোট চাইলেন তাঁর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন শিউলি।
সোমবার দুপুরে রাজিবপুর সদর ও কোদাল কাটি ইউনিয়নের কয়েকটি স্থানে
অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রেখে নৌকার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
রাজিবপুরের জাউনিয়ার চর উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় রাজিবপুরে নদী
ভাঙ্গনসহ বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নের আস্বাস দিয়ে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের
সহসভাপতি হারুন-অর-রশিদ (সামান আলী)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা
যুবলীগের সভাপতি আজিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান
সোহাগ প্রমুখ।
শিরোনাম
রাজিবপুরে পলাশের নৌকা মার্কায় ভোট চাইলেন তার স্ত্রী
-
কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- ।
- 89
জনপ্রিয় সংবাদ























