আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেক কেটে জন্মদিন পালন করেছেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) ৭১তম জন্মদিন পালন করলেন এই বর্ষীয়ান নেতা।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের দক্ষিণ সহদেবপুর বাগানবাড়িতে এই জন্মদিন পালন করেন ওবায়দুল কাদের।
গত তিন দিন ধরে নিজ নির্বাচনী এলাকায় প্রচারনা শেষে রবিবার ফেনীতে নিজাম হাজারীর বাড়িতে রাত্রী যাপন করেন তিনি। জন্মদিন পালনের বিষয়টি ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী সবুজ বাংলাকে নিশ্চিত করেছেন।
জন্মদিন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজাম উদ্দিন হাজারী এমপি ও পৌর মেয়র স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন। ১৯৫২ সালে নোয়াখালীর বসুরহাটে জন্মগ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


























