ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত।সোমবার উপজেলা বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ,ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ ও চরনিখলা স্কুলে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করেন ইউ এনও ছাব্বির আহমেদ আকুঞ্জি।
বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ কামরুল আলম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা একাডেমি সুপারভাইজার আবু হানিফা প্রমুখ।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ শ্রেণি হতে নবম দাখিল এস.এস.সি ভোকেশনাল ,দাখিল ভোকেশনাল,ট্রেড স্তর ও ইফতেদায়ী ১ম হতে ৫ম শ্রেণির ৪ লাখ ৬৭ হাজার ৭শ৯০ বই এর মধ্যে প্রথম দিনে ৩লাখ ১০ হাজার ৬শত ৭০টি বই বিতরণ করা হয়। এ ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের ২ লাখ ৬৪ হাজার বই এর চাহিদার মধ্যে ২ লাখ ৬৩ হাজার ৫শত বই বিতরণ করা হয়। ছবির ক্যাপশন: ঈশ্বরগঞ্জে বিনামূল্যে বই বিতরণ করছেন ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি। ঈশ্বরগঞ্জে নিজতুলনদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছসিত।




















