দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নির্বাচনী প্রচারণায় কুমারখালী উপজেলা জাসদ নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে কুমারখালীর সদকী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জাসদ নেতৃবৃন্দ নৌকার পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে গণসংযোগ করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন জাসদ নেতা রতন মেম্বর, বাবর আলী মেম্বার, মুমিন মেম্বার, সাইফুল ইসলাম, জসীম উদ্দীন, আব্দুল মালেক, ডাক্তার আব্দুল হামিদ, আশরাফুল ইসলাম বাবু, একরামুল হক, আক্কাস আলী, চিত্তরঞ্জন বিশ্বাস প্রমুখ।


























