রাজধানীর যাত্রাবাড়ী মোড় ও শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। তারা হলেন, মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মো. নাঈম (১৪)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় পথচারী পথশিশু নাঈয়ের মৃত্যু হয় ও যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহত সিয়ামের বাড়ি, মাদারীপুর জেলার শিবচর থানায়। বর্তমানে কদমতলীর স্বামীবাগ এলাকায় থাকতেন। তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার কোরের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। নাঈম পথশিশু, যাত্রাবাড়ি এলাকায় থাকতো।
শিরোনাম
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৩:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- ।
- 118
জনপ্রিয় সংবাদ

























