গোপালগঞ্জ-৩ আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আজ রোববার ( ৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম।
বেসরকারি ফলাফলের ঘোষণা অনুযায়ী, গোপালগঞ্জ-৩ আসনের ১০৮টি কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।




















