১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটি পুনর্গঠন

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে. এম. সফর আলী নতুন এই কমিটির নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে কবি ও লেখিকা মুসলেহা সুলতানা মৌসুমীকে সভাপতি এবং সাংস্কৃতিকমনা শিরিন আক্তার জাহানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩৪ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। কমিটি ঘোষণাকালে প্রধান নির্বাহী কে. এম. সফর আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নেতৃত্বের মাধ্যমে রাজশাহী বিভাগে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তিনি জানান, ২০২৬ সালে রাজশাহী বিভাগের শিল্প-সাহিত্য অঙ্গনে এই কমিটি উল্লেখযোগ্য ও ইতিবাচক চমক উপহার দিতে সক্ষম হবে।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক মাকিন, অধ্যাপক আমজাদ হোসেন বাংলা, নাজমা নাহার রুবি মির্জা, শেখ মনিরুল ইসলাম আলমগীর এবং মুহাম্মদ জোহুরুল ইসলাম।

কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে রয়েছেন মুসলেহা সুলতানা মৌসুমী। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ আবু মাসুদ। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহীম হোসেন ও মোস্তফা আল মাসুদ। সাধারণ সম্পাদক শিরিন আক্তার জাহানের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইফুল ইসলাম রায়হান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ আলমগীর হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এম. এ. দৌলা।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মোঃ ফজলুল বারী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক সোহেল করিম দিপু, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রজব আলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম রেজা, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল হক রিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রমজান আলী সরকার/আলী মুকুল, আইন বিষয়ক সম্পাদক মোছাঃ জেবুন্নেছা খানম, আবৃত্তি বিষয়ক সম্পাদক এম. শাহাদাত আলম বকুল, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ শাহাবুর খান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ হাবিবুল্লাহ দায়িত্ব পালন করবেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ তৈমুর আলম, শেখ মুহাম্মদ আলমগীর, মোহাম্মদ মেহেবুব ইসলাম রহমত, রুদ্র বারী, জুলফিকার আলী প্রতীক, মোঃ সালাউদ্দিন, নার্গিস আক্তার লুই, মোঃ মাসুম রেজা মাসুম ও মোঃ ফিজার আহমেদ।

নতুন এই কমিটির মাধ্যমে রাজশাহী বিভাগে সাহিত্যচর্চা, কবিতা, গল্প, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটি পুনর্গঠন

আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে. এম. সফর আলী নতুন এই কমিটির নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে কবি ও লেখিকা মুসলেহা সুলতানা মৌসুমীকে সভাপতি এবং সাংস্কৃতিকমনা শিরিন আক্তার জাহানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩৪ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। কমিটি ঘোষণাকালে প্রধান নির্বাহী কে. এম. সফর আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নেতৃত্বের মাধ্যমে রাজশাহী বিভাগে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তিনি জানান, ২০২৬ সালে রাজশাহী বিভাগের শিল্প-সাহিত্য অঙ্গনে এই কমিটি উল্লেখযোগ্য ও ইতিবাচক চমক উপহার দিতে সক্ষম হবে।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক মাকিন, অধ্যাপক আমজাদ হোসেন বাংলা, নাজমা নাহার রুবি মির্জা, শেখ মনিরুল ইসলাম আলমগীর এবং মুহাম্মদ জোহুরুল ইসলাম।

কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে রয়েছেন মুসলেহা সুলতানা মৌসুমী। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ আবু মাসুদ। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহীম হোসেন ও মোস্তফা আল মাসুদ। সাধারণ সম্পাদক শিরিন আক্তার জাহানের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইফুল ইসলাম রায়হান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ আলমগীর হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এম. এ. দৌলা।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মোঃ ফজলুল বারী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক সোহেল করিম দিপু, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রজব আলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম রেজা, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল হক রিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রমজান আলী সরকার/আলী মুকুল, আইন বিষয়ক সম্পাদক মোছাঃ জেবুন্নেছা খানম, আবৃত্তি বিষয়ক সম্পাদক এম. শাহাদাত আলম বকুল, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ শাহাবুর খান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ হাবিবুল্লাহ দায়িত্ব পালন করবেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ তৈমুর আলম, শেখ মুহাম্মদ আলমগীর, মোহাম্মদ মেহেবুব ইসলাম রহমত, রুদ্র বারী, জুলফিকার আলী প্রতীক, মোঃ সালাউদ্দিন, নার্গিস আক্তার লুই, মোঃ মাসুম রেজা মাসুম ও মোঃ ফিজার আহমেদ।

নতুন এই কমিটির মাধ্যমে রাজশাহী বিভাগে সাহিত্যচর্চা, কবিতা, গল্প, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমআর/সবা