লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ১৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১.২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মো. আবুল কাশেম (২৭) এবং গাঁজাসহ নাটোরের লালপুর উপজেলার মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। অপর একটি ঘটনায় চোরাকারবারীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।























