কুষ্টিয়ায় ৪টি আসন। এখানে একটি মাত্র আসনে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। বাকি তিনটিতেই জয়লাভ করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা। এতে অনেকেই বলাবলি করছেন, ট্রাক সৌভাগ্যের প্রতীক।
স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক ট্রাক নিয়ে কুষ্টিয়া জেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ট্রাক প্রতীকে বিজয়ীরা হলেন কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে কামারুল আরেফিন ও কুষ্টিয়া-৪ আসনে সাবেক এমপি আব্দুর রউফ।
এখানকার ৪টি আসনের মধ্যে তিনটিতে একজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে ভোট করেন। শুধুমাত্র কুষ্টিয়া-৩ আসনে ট্রাক প্রতীকের কোনো প্রার্থী ছিলেন না। এখানে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার ঈগল প্রতীক নিয়েছিলেন। তিনি নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের কাছে পরাজিত হয়েছেন৷





















