১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মন্ত্রীসভায় সংকোচিত রাজশাহী অঞ্চল

✅ হতাশ এ অঞ্চলের ক্ষমতাসিনদলের নেতৃবৃন্দ
✅ গত মন্ত্রীসভায় এ অঞ্চলের চারজন স্থান পেলেও এবার পেয়েছেন দুই জন
✅ ডাক পাননি পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজ বিজয়ে ২০২৪ সালের শুরুটা ছিল
রাজশাহী অঞ্চলের মুন্ত্রী সভার তিন জনের জন্য সুখবর। কিন্তু মন্ত্রীসভার
তালিকা প্রকাশের অধ্যায়টি তাদের জন্য যেমন অপ্রত্যাশিত, তেমনি
মন্ত্রিত্ব সংকোচন রাজশাহীবাসীর জন্যও হতাশার বটে। এমনকি বিভাগী এ
জেলায় থাকছেনা কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার
আলম এবার হাত বদল হয়ে ফুল মন্ত্রী হতে পারে এবং রাজশাহীতে আরো একটি
প্রতিমন্ত্রী পেতে পারে বলেও রাজশাহীবাসীর মুখে মুখে এ আলোচনা ছিল
নির্বাচনের আগে থেকেই।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগ
থেকে তালিকা প্রকাশ করেন, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব
হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন, তাদের
সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হয়েছে। তাদের
মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ৩৬
জনের সেই তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল
হয়েছে।
এই তালিকায় নাম নেই রাজশাহী অঞ্চলের একজন ফুল মন্ত্রী এবং একজন
প্রতিমন্ত্রীর। তারা হলেন, টানা দুই মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন
করা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের শাহরিয়ার আলম। এছাড়া শেখ
হাসিনার নেতৃত্বে তৃতীয় মন্ত্রীসভায় ভুমি মন্ত্রী হিসেবে পাবনা-৪
আসনের এমপি শামসুর রহমান শরীফ দায়িত্ব পেয়েছিলেন। তবে তিনি ২০২০
সালের ২ এপ্রিলে তিনি মৃত্যুবরন করেন।
টানা দুই মেয়াদে মন্ত্রীসভায় রাজশাহীর একমাত্র পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার
আলম দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে এবার একটি আলোচনার বিষয়
ছিল, শাহরিয়ার আলম আরও বেশি মূল্যায়িত হতে পারেন। স্বাধীনতার পরবর্তী
সময় থেকে সরকারের সিংহভাগ মেয়াদগুলোতে মন্ত্রী বা প্রতিমন্ত্রী
হিসেবে দায়িত্ব পালন করেছে রাজশাহীর কেউ কিন্তু এবার শুণ্য এ জেলাটি।
এবার রাজশাহী অঞ্চলের মন্ত্রীসভায় ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে নওগাঁ-৪
(মান্দা) আসন থেকে নির্বাচিত এমাজউদ্দিন প্রামাণিক এবং
প্রতিমন্ত্রী হিসেবে নাটোর-৩ (সিংড়া) থেকে নির্বাচিত জুনাইদ
আহমেদ পলক। ফলে এ অঞ্চলের মানুষের ভাবনায় ছেদ পড়লো এবার।

রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। বাংলাদেশের
অস্থায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম
কামারুজ্জামানের জন্মভূমি এই রাজশাহীতে। শিক্ষানগরীসহ নানান ক্ষেত্রে
গুরুত্ব পেলেও কেবল উপেক্ষিত থেকে গেছে মন্ত্রীসভার সদস্য হিসেবে।
রাজশাহী থেকে অনেক কম গুরুত্বপূর্ণ এলাকা থেকে মন্ত্রী পরিষদে যায়াগা
দেয়া হলেও রাজশাহীকে বঞ্চিত করা হয় মন্তব্য ও হতাশা প্রকাশ করেন নাম
প্রকাশ করতে না চাওয়া রাজশাহী নগর ও জেলার কয়েকজন আওয়ামী লীগের
নেতারা। তারা বলেন, রাজশাহী অঞ্চলকে মন্ত্রী পরিষদ থেকে সংকোচি করায়
অঞ্চলের নেতৃবৃন্দের আশা-ভরসা ভেঙে গেছে।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন মন্ত্রীসভায় সংকোচিত রাজশাহী অঞ্চল

আপডেট সময় : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

✅ হতাশ এ অঞ্চলের ক্ষমতাসিনদলের নেতৃবৃন্দ
✅ গত মন্ত্রীসভায় এ অঞ্চলের চারজন স্থান পেলেও এবার পেয়েছেন দুই জন
✅ ডাক পাননি পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজ বিজয়ে ২০২৪ সালের শুরুটা ছিল
রাজশাহী অঞ্চলের মুন্ত্রী সভার তিন জনের জন্য সুখবর। কিন্তু মন্ত্রীসভার
তালিকা প্রকাশের অধ্যায়টি তাদের জন্য যেমন অপ্রত্যাশিত, তেমনি
মন্ত্রিত্ব সংকোচন রাজশাহীবাসীর জন্যও হতাশার বটে। এমনকি বিভাগী এ
জেলায় থাকছেনা কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার
আলম এবার হাত বদল হয়ে ফুল মন্ত্রী হতে পারে এবং রাজশাহীতে আরো একটি
প্রতিমন্ত্রী পেতে পারে বলেও রাজশাহীবাসীর মুখে মুখে এ আলোচনা ছিল
নির্বাচনের আগে থেকেই।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগ
থেকে তালিকা প্রকাশ করেন, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব
হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন, তাদের
সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হয়েছে। তাদের
মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ৩৬
জনের সেই তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল
হয়েছে।
এই তালিকায় নাম নেই রাজশাহী অঞ্চলের একজন ফুল মন্ত্রী এবং একজন
প্রতিমন্ত্রীর। তারা হলেন, টানা দুই মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন
করা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের শাহরিয়ার আলম। এছাড়া শেখ
হাসিনার নেতৃত্বে তৃতীয় মন্ত্রীসভায় ভুমি মন্ত্রী হিসেবে পাবনা-৪
আসনের এমপি শামসুর রহমান শরীফ দায়িত্ব পেয়েছিলেন। তবে তিনি ২০২০
সালের ২ এপ্রিলে তিনি মৃত্যুবরন করেন।
টানা দুই মেয়াদে মন্ত্রীসভায় রাজশাহীর একমাত্র পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার
আলম দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে এবার একটি আলোচনার বিষয়
ছিল, শাহরিয়ার আলম আরও বেশি মূল্যায়িত হতে পারেন। স্বাধীনতার পরবর্তী
সময় থেকে সরকারের সিংহভাগ মেয়াদগুলোতে মন্ত্রী বা প্রতিমন্ত্রী
হিসেবে দায়িত্ব পালন করেছে রাজশাহীর কেউ কিন্তু এবার শুণ্য এ জেলাটি।
এবার রাজশাহী অঞ্চলের মন্ত্রীসভায় ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে নওগাঁ-৪
(মান্দা) আসন থেকে নির্বাচিত এমাজউদ্দিন প্রামাণিক এবং
প্রতিমন্ত্রী হিসেবে নাটোর-৩ (সিংড়া) থেকে নির্বাচিত জুনাইদ
আহমেদ পলক। ফলে এ অঞ্চলের মানুষের ভাবনায় ছেদ পড়লো এবার।

রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। বাংলাদেশের
অস্থায়ী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম
কামারুজ্জামানের জন্মভূমি এই রাজশাহীতে। শিক্ষানগরীসহ নানান ক্ষেত্রে
গুরুত্ব পেলেও কেবল উপেক্ষিত থেকে গেছে মন্ত্রীসভার সদস্য হিসেবে।
রাজশাহী থেকে অনেক কম গুরুত্বপূর্ণ এলাকা থেকে মন্ত্রী পরিষদে যায়াগা
দেয়া হলেও রাজশাহীকে বঞ্চিত করা হয় মন্তব্য ও হতাশা প্রকাশ করেন নাম
প্রকাশ করতে না চাওয়া রাজশাহী নগর ও জেলার কয়েকজন আওয়ামী লীগের
নেতারা। তারা বলেন, রাজশাহী অঞ্চলকে মন্ত্রী পরিষদ থেকে সংকোচি করায়
অঞ্চলের নেতৃবৃন্দের আশা-ভরসা ভেঙে গেছে।