অবশেষে টানা চারঘন্টা পর অপহৃত ইউপি চেয়ারম্যান উহ্লাচিং মারমা কে ছেড়ে দিয়েছে কেএনএফ সদস্যরা।
আজ রবিবার(১৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে বগালেক এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। সত্যতা নিশ্চিত করেছেন অপহৃত পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা।
তিনি সবুজ বাংলাকে জানান, আমাকে রাত্রে দিকে ছেড়ে দিয়েছে। এখন সুস্থ আছি। এলাকার ছেলেরা নিতে এসেছে। এখন তাদের সাথে বাড়ি ফিরে যাবো।
কোন কিছু ঘটেছে কীনা প্রশ্ন করা হলে তিনি বলেন,আমাকে কোন কিছুই করেনি। স্বাভাবিক ভাবে ছেড়ে দিয়েছে।
উল্লেখ্য, বান্দরবানের রুমায় কেউক্রাডং থেকে ফেরার পথে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাকে (৫০) অপহরণ করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।




















