শেরপুরে স্ববলম্বী উন্নয়ন সমিতি, আস্থা প্রকল্পের অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অবহতিকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলার স্তরের কর্মকর্তা ও শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্পের কার্যক্রমের উপর অবহতি করেন ময়মনসিংহ জেলার ডিস্ট্রিক্ট কোঅডিনেটর ইমন সরকার।
এতে বলা হয়, প্রকল্পটি ৩ টি বিষয়ে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। বিশেষ করে যুবকদের সংগঠিত করে সরকারের যুবনীতির আলোকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রতি, সহিঞ্চুতার এবং সুশাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণ। এতে নিজেরা আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে এবং দেশ ও সমাজ উন্নয়নে আত্মনিয়োগ করবে।




















