০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আলেশা মার্ট চেয়ারম্যানের জামিন শুনানিতে ব্যারিস্টার সুমন

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রাহকদের করা পৃথক নয় মামলায় গ্রেফতার আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের জামিন শুনানিতে অংশ নিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপি।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মঞ্জুরুলের জামিন চেয়ে শুনানি করেন তিনি। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত সাত মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

গতকাল রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর বনানী থেকে আসামি মঞ্জুরুলকে গ্রেফতার করা হয়। এরপর নয়টি মামলার গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একদিন কারাভোগের পরই জামিনে মুক্তি পেলেন আসামি মঞ্জুরুল।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

আলেশা মার্ট চেয়ারম্যানের জামিন শুনানিতে ব্যারিস্টার সুমন

আপডেট সময় : ০৯:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রাহকদের করা পৃথক নয় মামলায় গ্রেফতার আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের জামিন শুনানিতে অংশ নিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপি।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মঞ্জুরুলের জামিন চেয়ে শুনানি করেন তিনি। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত সাত মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

গতকাল রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর বনানী থেকে আসামি মঞ্জুরুলকে গ্রেফতার করা হয়। এরপর নয়টি মামলার গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একদিন কারাভোগের পরই জামিনে মুক্তি পেলেন আসামি মঞ্জুরুল।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।