শরীয়তপুরে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন শরীয়তপুরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আখতার হোসেন। জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) অতিরিক্ত সচিব মোহা: মনিরুল ইসলাম (এসডিজি বিষয়ক) জেলা পরিষদ শরীয়তপুরের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শরীয়তপুরের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদ, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।
সভায় জেলা পর্যায়ের সরকারি বেসরকারি কার্যালয়ের দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, ব্যাংক-বীমা প্রতিনিধি, সাংবাদিক সহ বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
আলোচকগন এসডিজির সফল বাস্তবায়নের জন্য সকলকে আন্তরিকতা, সততা ও নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।























