পাঁচ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও দ্বিতীয় বারের মত বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রনালয়ের দ্বায়িত্ব পাওয়ায় মনোহরদী উপজেলা আওয়ামী লীগ মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন।
এ উপলক্ষে বিকাল থেকে নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে আওয়ামী কার্যালয়ের অস্থায়ী মঞ্চে ভীড় জমাতে থাকে। সন্ধায় মন্ত্রী এসে পৌঁছালে এলাকা জনারণ্যে পরিনত হয়।এ সময় শ্লোগান – করতালিমুখর পরিবেশে উপজেলা আওয়ামী লীগের সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আবেগ আপ্লুত শিল্পমন্ত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. ফজলুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আ.লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরবর্তীতে ছাত্রলীগের নেতৃত্বে আতশবাজি ফুটানো হয়।























