ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে বসেছে। হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে ফেলেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের কষ্টলাঘবের কথা ভেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে ৬০০ কম্বল বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা৷
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া এবং দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়৷
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের পক্ষে থেকে উপহারস্বরূপ মোট ১০০০টি কম্বলের মধ্যে আজকে ৬০০টি শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়৷ আগামীকাল আরো ৪০০টি কম্বল বিতরণ করা হবে৷
উল্লেখ্য, করোনা মহামারির সময় চিকিৎসকদের পাশাপাশি জেলা ছাত্রলীগের ৬৫ জন স্বেচ্ছাসেবক প্রায় ২ বছর ধরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওষুধ ও অক্সিজেন সরবরাহ, রোগীদের খাবার দেওয়া এবং করোনায় আক্রান্ত মৃত রোগীর দাফনসহ মানবিক কাজে নিয়োজিত ছিলো, যা সেসময় কুষ্টিয়াসহ আশেপাশের জেলায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল।























