সন্ত্রাস, চাঁদাবাজ মাদকমুক্ত একটি শান্তির জনপদ আলোকিত হোমনা মেঘনা গড়তে চাই। মানুষ যেনো দুয়ার খোলে শান্তিতে ঘুমাতে পারেএবং হোমনা মেঘনার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
কুমিল্লার মেঘনায় উপজেলা মাঠে নাগরিক প্লাটফর্মের আয়োজনে গত শুক্রবার বিশাল এক গণসংবর্ধনায় কুমিল্লা-২(হোমনা-মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ এ কথা বলেন।
মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সিআইপি সেলিনা ইসলাম, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ছাড়াও হোমনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান, হোমনা পৌর কমিশনার মানিক মিয়া ইমন, মেঘনার জেলা পরিষদের সাবেক সদস্য নাসির উদ্দিন শিশির, নাহরিন ফারহানা পপিসহ দুই উপজেলার নেতৃবৃন্দ ও শত শত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
সংবর্ধিত প্রধান অতিথি পপি লাইব্রেরীর স্বত্বাধিকারী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি সংবর্ধনা অনুষ্ঠানে স্পষ্ট ঘোষণা দেন, ”হোমনার মত মেঘনাতেও কোন রকম চাঁদাবাজি চলবে না, গরিব মেহনতি মানুষের হক মেরে আর খেতে দেয়া হবে না। গরীব মানুষের জীবনমানে আঘাত লাগে এমন কোন কাজ হোমনা-মেঘনা হতে দেবো না।”
এছাড়াও তিনি দীর্ঘদিনের নির্যাতিত ও ত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিগত দিনে আমরা অনেক নির্যাতিত হয়েছি, এবার জনগণ আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আমরা পূর্বের সব ব্যাথা ভুলে যাবো। আমরা কখনোই অন্যায় করবো না; জীবনে কোনদিন অন্যায় আমাকে স্পর্শ করেনি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে একে অন্যকে সহযোগিতা করতে সর্বসাধারণকে তিনি আহ্বান করেন।
সামনের দিনে মেঘনার রুপকার ও মেঘনার প্রতিষ্ঠাতা শফিকুল আলম শফিককে নিয়ে স্বপ্ন দেখতে মেঘনাবাসীর উদ্দেশ্যে বলেন, শফিক সাহেব অনেক ভাল মানুষ, এবার তিনি এমপি হতে পারেনি; তবে তিনি অনেক ভালো মানুষ। সামনে অবশ্যই আল্লাহ চাইলে ভালো কিছু হতে পারেন। আপনার আমাদেরকে সহযোগিতা করুন।

























