রিয়েলমি আয়োজিত ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ টাকা। সঙ্গে রিয়েলমি’র স্মার্টফোন। ভাগ্যবান বিজেতা হিসেবে ১ লাখ টাকা পুরস্কার জেতার অনন্য সুযোগ অর্জন করেছেন সামির। রিয়েলমি’র স্মার্টফোন কিনে লটারির মাধ্যমে পুরস্কারটি পেয়েছেন তিনি।
এছাড়া লটারির মাধ্যমে আরও ২০ জন্য ভাগ্যবান অংশগ্রহণকারীকে দেওয়া হয়েছে রিয়েলমি’র সি-সিরিজ মডেলের স্মার্টফোন। স্মার্টফোনের মডেলগুলো হলো- সি ৫৫, সি ৫৩, সি ৫১, সি ৩০ ও সি ৩০এস।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ চলাকালীন, রিয়েলমি’র এ ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনটি চালু করা হয়।
এতে অংশগ্রহণকারীদের জন্য ছিল সর্বোচ্চ ১ লাখ টাকা জেতাসহ রিয়েলমি’র স্মার্টফোন ক্রয়ে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। এছাড়া এ ক্যাম্পেইনে অংশ নেওয়া স্মার্টফোন ক্রেতাদের জন্য পুরস্কার হিসেবে আরও ছিল বিনামূল্যে ব্র্যান্ডটির সি- সিরিজ ডিভাইস জেতার সুযোগ।
রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এলেন চেন বলেন, রিয়েলমি এমন একটি টেক ব্র্যান্ড হতে চায়, যা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টেক-চাহিদা আরও ভালোভাবে বুঝে তা পূরণ করতে সক্ষম।
স/মিফা


























