লিভার ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রী আলিফা ইসলাম নিঝুমকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পিতা নুরুল ইসলাম। ক্যান্সার আক্রান্ত নিঝুমের বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কদমতলী গ্রামের সুইস গেইট এলাকায়। গত বছর ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করা অবস্থায় হঠাৎ ভীষণ অসুস্থ পড়ে আলিফা ইসলাম নিঝুম।
চট্টগ্রাম -ঢাকায় বেশ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা করে মেয়ের শারীরিক কোন উন্নতি না হওয়ায় গত ডিসেম্বর মাসে মেয়ের উন্নত চিকিৎসার জন্য স্বল্প আয়ের পিতা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে ভারতে চলে যান। ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসকরা মেয়ে নিঝুমের লিভার ক্যান্সার হয়েছে বলে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্নয় করেছেন বলে জানান পিতা নুরুল ইসলাম। ভারতের হাসপাতাল কর্তৃপক্ষ জানান মা অথবা বাবার কাছ থেকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে মেয়েকে বাঁচানোর জন্য অপারেশন করতে হবে।
এতে বিশাল অংকের টাকার প্রয়োজন হবে বলে ভারতের চিকিৎসকরা পিতা নুরুল ইসলামকে প্রাথমিক ভাবে ধারনা দেন। বিশাল অংকের এই টাকা জোগাড় করতে নিঝুমের বাবা ও মা মেয়েকে নিয়ে চলতি জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে আসেন। দেশে এসে বাবা তার বেঁচে থাকার অবলম্বন একখন্ড জমি বিক্রি করেও প্রয়োজনীয় টাকার অর্ধেকও জোগাড় করতে ব্যর্থ হয়েছেন বলে কান্না জড়িত কণ্ঠে বাবা নুরুল ইসলাম এই প্রতিবেদকে জানান। চাহিদার চেয়ে টাকা অনেক কম জোগাড় হওয়ায় মেয়ের চিকিৎসার জন্য দেশের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নিঝুমের বাবা। বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসলে তার প্রাণের কন্যা নিঝুমকে বাঁচানো যাবে বলে জানান তিনি।
লিভার ক্যান্সারে আক্রান্ত আলিফা ইসলাম নিঝুম রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বার্ষিক পরীক্ষায় অসুস্থ শরীর নিয়ে অংশ নিলেও ভীষণভাবে শরীর খারাপ থাকায় শেষের একটি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি বলে জানিয়েছে নিঝুম। নিঝুম অবাক চোখে সবার দিকে তাকিয়ে থাকলেও তার ভিতরে লুকিয়ে আছে অজানা এক ভয়। বাবা ও মায়ের কাছে সবসময় প্রশ্ন করছে আমি কবে সুস্থ হয়ে আবারো স্কুলে যাব? নরুল ইসলামের দুই ছেলে এক মেয়ের মধ্যে নিঝুম মেঝ। মেধাবী স্কুল ছাত্রী আলিফা ইসলাম নিঝুম একজন ভালো পড়ুয়া ছাত্রী হিসাবে স্কুল শিক্ষক – শিক্ষিকার কাছে বেশ প্রিয়।
সাহায্যের জন্য বিকাশ (পারসোনাল) নাম্বার – ০১৮৮৩৫৬৩৩৪৭, ০১৮৪৬৬২৩৩৩৬ (পিতা) ব্যাংক একাউন্ট নাম্বার নিঝুমের পিতা – মোহাম্মদ নুরুল ইসলাম, একাউন্ট নং ৭৮০১০১১২৪০৯০, পূবালী ব্যাংক, রাঙ্গুনিয়া ব্রাঞ্চ, ব্যাংক একাউন্ট নং – ০৭৭৩৪০০১০৯১, ব্যাংক এশিয়া, লিচু বাগান ব্রাঞ্চ। প্রয়োজনে যোগাযোগের জন্য – ০১৮৮৩৫৬৩৩৪৭।
স/মিফা





















