ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ সোমবার সকাল ১২টায় কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা, ২০২১ সেশন- ২০২০-২০২১ এর ফলাফল ঘোষণা করেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করার জন্য আহবান জানান।
সকালে পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম, আক্তারুজ্জামান কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা, ২০২১ এর ফলাফল ভাইস চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এসময় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালকগণ’সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা- ২০২১এ সর্বমোট পরীক্ষার্থী ১২৬৭ জন এবং পাশকৃত পরীক্ষার্থী ১১৬৫ জন। এই পরীক্ষায় পরীক্ষার্থী পাশের হার: ৯১.৯৫%। পরীক্ষার ফলাফল বিশ^বিদ্যালয়ে ওয়েবসাইটwww.iau.edu.bd এ পাওয়া যাবে।
শিরোনাম
আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- ।
- 143
জনপ্রিয় সংবাদ


























