০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিএসএফের  গুলিতেবিজিবি সদস্য নিহত 

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া বিজিবি পোস্টের সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের নাম রইস উদ্দীন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাসিন্দা। রইস উদ্দীন ঘিবা বিজিবি ক্যাম্পে দায়িত্বরত ছিলেন৷
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হোসাইন আহম্মেদ জামিল মঙ্গলবার  সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২২ জানুয়ারি) ভোরে ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে চোরাইপথে গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য রইস উদ্দীন ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বিজিবি সদস্য মৃত্যুবরণ করেন।
ধান্যখোলা সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, ঘটনার দিন ভোরে তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। কিন্তু আতংকের কারণে কেউ ঘরের বাইরে যাননি। ওই গুলিতে মারা গেছেন বিজিবি সদস্য। এই ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থায় রয়েছে। এলাকাবাসীর মাঝেও আতংক বিরাজ করছে।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হোসাইন আহম্মেদ জামিল সাংবাদিকদের জানান,নিহত বিজিবি সদস্য রইস উদ্দীনের মরদেহ বাংলাদেশে ফেরত আনার সকল পক্রিয়া চলছে।
জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

বেনাপোল সীমান্তে বিএসএফের  গুলিতেবিজিবি সদস্য নিহত 

আপডেট সময় : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া বিজিবি পোস্টের সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের নাম রইস উদ্দীন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাসিন্দা। রইস উদ্দীন ঘিবা বিজিবি ক্যাম্পে দায়িত্বরত ছিলেন৷
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হোসাইন আহম্মেদ জামিল মঙ্গলবার  সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২২ জানুয়ারি) ভোরে ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে চোরাইপথে গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য রইস উদ্দীন ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বিজিবি সদস্য মৃত্যুবরণ করেন।
ধান্যখোলা সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, ঘটনার দিন ভোরে তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। কিন্তু আতংকের কারণে কেউ ঘরের বাইরে যাননি। ওই গুলিতে মারা গেছেন বিজিবি সদস্য। এই ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থায় রয়েছে। এলাকাবাসীর মাঝেও আতংক বিরাজ করছে।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হোসাইন আহম্মেদ জামিল সাংবাদিকদের জানান,নিহত বিজিবি সদস্য রইস উদ্দীনের মরদেহ বাংলাদেশে ফেরত আনার সকল পক্রিয়া চলছে।