উত্তরা থেকে মতিঝিল অংশে সকাল-রাত মেট্রো রেল চালু হওয়ার পর সময় সাশ্রয়ী গণপরিবহনটিতে নির্ভরতা বেড়েছে নগরবাসীর। মেট্রো রেল স্টেশনগুলোতে মানুষের উপচেপড়া ভিড়, বগিগুলোতে থাকছে না তিল পরিমাণ জায়গা। বিশেষ করে অফিস শুরু ও ছুটির সময়টাতে ভিড়ের কারণে মেট্রো রেলে উঠতে পারাই অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছ। গত তিন দিনে প্রায় ২০ হাজার এমআরটি পাস কিনেছেন যাত্রীরা। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভিড় কমাতে মেট্রো ট্রেনের চলাচলের মধ্যবর্তী সময় কমানোর পাশাপাশি নতুন বগি বাড়ানোরও চিন্তা করছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, গত তিন দিনে প্রায় ২০ হাজার এমআরটি পাস কিনেছেন যাত্রীরা। এখন যে ভিড় হচ্ছে তার কারণ এখন নতুন অনেকে মেট্রো রেল ব্যবহার শুরু করছেন। তারা একক টিকিট কেটে যাতায়াত করছেন। তাদের অনেকেই এরই মধ্যে এমআরটি পাস কিনে ফেলবেন। গত তিন দিনে আমাদের এমআরটি পাস কিনেছেন প্রায় ২০ হাজার লোক। তারা কিন্তু আর লাইনে দাঁড়াবেন না।
তিনি আরো বলেন, আমাদের বগি বাড়ানোর চিন্তাও আছে। যে সিস্টেমে আছে সেখানে প্রত্যেক কোচে আরো দুটি বগি যুক্ত করতে পারব। এছাড়া নতুন কোচ প্রয়োজন হলে ভাবা হবে। আর সার্ভে করে আমরা দেখব মেট্রো ট্রেন চলাচলের মধ্যবর্তী সময়টা কতটা কমিয়ে আনা যায়।
স/ম























