আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনী মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী।
হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং’র সভাপতি মো. মুজিবুল হক রিপন, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ হাজারী, মহিপাল হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং’র সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন খোকন, আন্ত:জেলা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের কার্যকরী কমিটির সভাপতি আজম চৌধুরী, খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি মামুন চৌধুরী, ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোরশেদ আলম মিয়াজী।
অনুষ্ঠানে মহিপাল হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ জেলার বিভিন্ন মালিক গ্রুপ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















