গত রোববার (২৮ জানুয়ারি) স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য মোঃ মফিজুল ইসলামকে ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি সূত্র জানায়, (গত ১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মালিবাগ হতে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের নন এসি বাসের ড্রাইভারের সীটের নিচে লুকায়িত স্কুসটেপ দিয়ে মোড়ানো ৫৮টি স্বর্ণের বার জব্দ করে সিআইডি। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৬.৭৬০(ছয় কেজি সাত শত ষাট গ্রাম)। আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,৭৩,৫৫,০০০/-(চার কোটি তিয়াত্তর লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।
বাসের চালক মোঃ শাহাদৎ হোসেন(২৯), ড্রাইভার, মোঃ ইব্রাহীম(২৭) হেলপার ও গাড়ীর সুপারভাইজার মোঃ তাইকুল ইসলামকে (২৬) গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়, বিশেষ পুলিশ সুপার জনাব ছত্রধর ত্রিপুরার তত্বাবধানে সিআইডি ঢাকা মেট্রোর একটি টিম মোঃ মফিজুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে সিআইডি।
স/মিফা






















