জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত স্বামীকে অবরোধ করে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে প্রশাসনিক ভবন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ৩ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করেন শিক্ষক -শিক্ষার্থীরা। এসময় দুই পক্ষে বাকযুদ্ধ হয়। উপাচার্যের থেকে আশ্বাস না পেয়ে প্রশাসনিক ভবন অবরোধ করেছে তারা।
৩ দফা দাবিগুলো হলো-
১. বিশ্ববিদ্যালয়কে ধর্ষকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করতে হবে।
২. ৩ কার্যদিবসের মধ্যে হল থেকে ২৫০০ অছাত্রদের বের করতে হবে।
৩. ধর্ষণের সাথে যুক্ত সকলের সর্বোচ্চ বিচার করতে হবে।
এ বিষয়ে উপাচার্য নুরুল আলম বলেন, বিকাল ৩ টায় আমাদের সিন্ডিকেট মিটিং রয়েছে। আমরা মিটিং এরপর আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো।
ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি বলেন, ব্যার্থ প্রশাসনকে এর দায় গ্রহণ করতে হবে। আমাদের দাবি না মানা হলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি চালিয়ে যাবো।
বাংলা বিভাগের শিক্ষার্থী নীরা বলেন, গতকালের ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতা অনুভব করছি। এসব ঘটনার মূল কারণ হচ্ছে হলে অছাত্র থাকা। তাদের দ্রুত হল থেকে বের করতে হবে।
উল্লেখ্য, শনিবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন বহিরাগত নারীকে ধর্ষণ করে।
























