রাজধানীর তেজগাঁও থানাধীন বসুন্ধরা শপিং মলের সামনে মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় কথা কাটাকাটিতে গুরুতর আহত মো. হাফিজুর রহমান (৩২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাফিজুর রহমান ঢাকা জেলার গাজীপুরের কাপাসিয়া এলাকার মো. হারুন অর রশিদের সন্তান।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাসিন বলেন, আমরা জানতে পারি রোববার দুপুরে বসুন্ধরা শপিং মলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় ওই যুবক আহত হন। পরে ওই যুবক প্রতিবাদ করায় মাইক্রোবাসের চালক নেমে কথা কাটাকাটির এক পর্যায়ে তার গোপন অঙ্গে চাপ দিলে গুরুতর অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। পরে আমাদের টহল টিম ওই যুবককে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
স/ম

























