০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বই মেলায় টিকটকের বুকটক এক্সপিরিয়েন্স জোন

অমর একুশে বই মেলায় বুকটক এক্সপিরিয়েন্স সেন্টার চালু করেছে টিকটক। বইপ্রেমীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে এবং বই পড়ার প্রতি সকলকে উৎসাহী করে তুলতে এই উদ্যোগটি নেয় টিকটক।

বইমেলায় টিকটকের এই সেন্টারটি রয়েছে ৯১৮ নম্বর স্টলে। সেন্টারটিতে টিকটকের #বুকটক নামে রয়েছে একটি বুক কর্নার। মূলত হ্যাশট্যাগ বুকটক হলো টিকটক প্ল্যাটফর্মে এমন একটি কমিউনিটি এবং জায়গা যেখানে বই পড়া, লেখা এবং এই সম্পর্কিত কনটেন্ট তৈরি করে থাকে কনটেন্ট ক্রিয়েটররা। কনটেন্টের মাধ্যমে বুকটক কমিউনিটি যে বইগুলো টিকটকে তুলে ধরেছে, সেই বইগুলো রাখা হয়েছে এই বুক কর্নারে। টিকটক প্ল্যাটফর্মে যেই গল্প এবং লেখকদের নিয়ে অনেক আলোচনা এবং ট্রেন্ড তৈরি হয়েছে সেই বইগুলো সম্পর্কে এখানে জানতে পারছে বইপ্রেমীরা।বই রিভিউ, লেখার টিপস, জনপ্রিয় উপন্যাসগুলো সম্পর্কে জানা যাবে টিকটকের এই স্টলে।

এছাড়া টিকটক ব্র্যান্ডের নানান ম্যাটেরিয়াল এবং কিউআর কোডগুলো ব্যবহার করে টিকটক অ্যাপের হ্যাশট্যাগ বুকটক এবং হ্যাশট্যাগ বইমেলার কনটেন্টগুলো দেখা যাবে এখানে। কিউআর কোডের

সাথে কাস্টমাইজ করা বুকমার্কগুলোর মাধ্যমে বিভিন্ন বইয়ের উপর রিভিউ নিয়েও জানা যাচ্ছে টিকটক অ্যাপে।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

বই মেলায় টিকটকের বুকটক এক্সপিরিয়েন্স জোন

আপডেট সময় : ০৭:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

অমর একুশে বই মেলায় বুকটক এক্সপিরিয়েন্স সেন্টার চালু করেছে টিকটক। বইপ্রেমীদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে এবং বই পড়ার প্রতি সকলকে উৎসাহী করে তুলতে এই উদ্যোগটি নেয় টিকটক।

বইমেলায় টিকটকের এই সেন্টারটি রয়েছে ৯১৮ নম্বর স্টলে। সেন্টারটিতে টিকটকের #বুকটক নামে রয়েছে একটি বুক কর্নার। মূলত হ্যাশট্যাগ বুকটক হলো টিকটক প্ল্যাটফর্মে এমন একটি কমিউনিটি এবং জায়গা যেখানে বই পড়া, লেখা এবং এই সম্পর্কিত কনটেন্ট তৈরি করে থাকে কনটেন্ট ক্রিয়েটররা। কনটেন্টের মাধ্যমে বুকটক কমিউনিটি যে বইগুলো টিকটকে তুলে ধরেছে, সেই বইগুলো রাখা হয়েছে এই বুক কর্নারে। টিকটক প্ল্যাটফর্মে যেই গল্প এবং লেখকদের নিয়ে অনেক আলোচনা এবং ট্রেন্ড তৈরি হয়েছে সেই বইগুলো সম্পর্কে এখানে জানতে পারছে বইপ্রেমীরা।বই রিভিউ, লেখার টিপস, জনপ্রিয় উপন্যাসগুলো সম্পর্কে জানা যাবে টিকটকের এই স্টলে।

এছাড়া টিকটক ব্র্যান্ডের নানান ম্যাটেরিয়াল এবং কিউআর কোডগুলো ব্যবহার করে টিকটক অ্যাপের হ্যাশট্যাগ বুকটক এবং হ্যাশট্যাগ বইমেলার কনটেন্টগুলো দেখা যাবে এখানে। কিউআর কোডের

সাথে কাস্টমাইজ করা বুকমার্কগুলোর মাধ্যমে বিভিন্ন বইয়ের উপর রিভিউ নিয়েও জানা যাচ্ছে টিকটক অ্যাপে।

 

 

স/মিফা