আমাদের কণ্ঠ আমাদের পছন্দ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিনব্যাপী মানবাধিকার বিষয়ক কর্মশালার উদ্ধোধন করা হয়।
বৃহস্পতিবার (১৫) আর্টিকেল -১৯ আয়োজনে সকাল সোয়া ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবন ৩ এ মার্কেটিং বিভাগের গ্যালারী রুমে উক্ত কর্মশালাটি উদ্বোধন করেন বেরোবি উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।
এসময় উপস্থিত ছিলেন,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোরশেদ হোসেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফেরদৌস, রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত থাকবে সহযোগী অধ্যাপক তাবিউর রহমান, সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা,সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আর্টিকেল-১৯ এর সিনিয়র প্রোগ্রামার অফিসার মরিয়ম শেলী ও সালমা পারভীন এবং বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
উদ্ধোধনি বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা বলেন,মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য।
আমাদের মুক্তিযুদ্ধে যুবকদের অবদান অনেক।যেহেতু ইয়ুথদের নিয়ে বিশেষ করে যারা সাংবাদিক তাদেরকে নিয়ে এই কর্মশালা।আগামীতে ইয়ুথরা দেশের জন্য অবদান রাখবে।যেভাবে মুক্তিযুদ্ধের অন্যায় অত্যাচারে সোচ্চার হয়েছিলেন।যার কারণে বিভিন্ন পত্রিকায় আমরা জানতে পারি।























