০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে হকার মুক্ত হওয়ায় আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকার মুক্ত হওয়ায় জনপ্রতিনিধি ও জেলাপ্রশাসনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা দোকান মালিক সমিতি মানববন্ধন ও আনন্দন মিছিল করেছে। এর আগে শহরের দুই নং রেল গেইট থেকে একটি আনন্দ র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি শহরের ডিআইটি এলাকা হয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দোকান মালিক সমিতির সদস্যরা এ কৃতজ্ঞতা প্রকাশ করে মানববন্ধন করেছে।

এ সময় মানববন্ধনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, নারায়াণগঞ্জের মানুষ এখন স্বাচ্ছন্দে ফুটপাত দিয়ে হাঁটতে পারছে। অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।

যে কারণে নির্বিঘ্নে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে। আমরা যারা সাধারন মানুষ আছি, আমরা ঝামেলা মুক্ত ভাবে ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন বলেন, নারায়াণগঞ্জের মানুষের প্রাণের দাবিছিল, এই জিনিসটা যাতে এই তিনজন মিলে যদি করতে পারেন, তাহলেই নারায়াণগঞ্জকে যানযট মুক্ত করা যাবে।

আমরা দীর্ঘদিন পরে হলেও দেখেছি, যানযট মুক্ত নারায়াণগঞ্জ শহর গড়তে উনারা তিনজন একত্রিত হয়েছেন। নারায়াণগঞ্জ হয়তবা এই মূহুর্ত থেকে যানযট মুক্ত হবে, হকার মুক্ত হবে। নারায়াণগঞ্জের মানুষ এখন স্বাচ্ছন্দ্যমত ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে নাগরিক সমস্যা যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফুটপাত দখলমুক্ত করার জন্য ডা. আইভী ও শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি ঐক্যমত্যে পৌঁছেন। পরে জেলা প্রশাসক তাঁদের ঘোষণাকে স্বাগত জানিয়ে পরদিন থেকেই যানজট মুক্ত নারায়ণগঞ্জ গড়তে ফুটপাত থেকে হকার মুক্ত এবং শহরের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেন।

বর্তমান সরকারের দেড় দশকে প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি এক টেবিলে বসেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী হন। এ ঘটনাকে কেন্দ্র করে মেয়র আইভী ও শামীম ওসমান এমপি মুখোমমুখি হয়ে পড়েন।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

নারায়ণগঞ্জে হকার মুক্ত হওয়ায় আনন্দ মিছিল

আপডেট সময় : ০৭:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকার মুক্ত হওয়ায় জনপ্রতিনিধি ও জেলাপ্রশাসনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা দোকান মালিক সমিতি মানববন্ধন ও আনন্দন মিছিল করেছে। এর আগে শহরের দুই নং রেল গেইট থেকে একটি আনন্দ র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি শহরের ডিআইটি এলাকা হয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দোকান মালিক সমিতির সদস্যরা এ কৃতজ্ঞতা প্রকাশ করে মানববন্ধন করেছে।

এ সময় মানববন্ধনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, নারায়াণগঞ্জের মানুষ এখন স্বাচ্ছন্দে ফুটপাত দিয়ে হাঁটতে পারছে। অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।

যে কারণে নির্বিঘ্নে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে। আমরা যারা সাধারন মানুষ আছি, আমরা ঝামেলা মুক্ত ভাবে ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন বলেন, নারায়াণগঞ্জের মানুষের প্রাণের দাবিছিল, এই জিনিসটা যাতে এই তিনজন মিলে যদি করতে পারেন, তাহলেই নারায়াণগঞ্জকে যানযট মুক্ত করা যাবে।

আমরা দীর্ঘদিন পরে হলেও দেখেছি, যানযট মুক্ত নারায়াণগঞ্জ শহর গড়তে উনারা তিনজন একত্রিত হয়েছেন। নারায়াণগঞ্জ হয়তবা এই মূহুর্ত থেকে যানযট মুক্ত হবে, হকার মুক্ত হবে। নারায়াণগঞ্জের মানুষ এখন স্বাচ্ছন্দ্যমত ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে নাগরিক সমস্যা যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফুটপাত দখলমুক্ত করার জন্য ডা. আইভী ও শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি ঐক্যমত্যে পৌঁছেন। পরে জেলা প্রশাসক তাঁদের ঘোষণাকে স্বাগত জানিয়ে পরদিন থেকেই যানজট মুক্ত নারায়ণগঞ্জ গড়তে ফুটপাত থেকে হকার মুক্ত এবং শহরের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেন।

বর্তমান সরকারের দেড় দশকে প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি এক টেবিলে বসেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী হন। এ ঘটনাকে কেন্দ্র করে মেয়র আইভী ও শামীম ওসমান এমপি মুখোমমুখি হয়ে পড়েন।

 

 

স/মিফা