০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘স্থিতিশীল’ পর্যায়ে এসেছে আদানির চার প্রতিষ্ঠান

ভারতের বৃহত্তম বহুজাতিক প্রতিষ্ঠান আদানি পোর্টফোলিওর চারটি প্রতিষ্ঠানকে ‘স্থিতিশীল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে মুডি’স এবং এসঅ্যান্ডপি গ্লোবাল নামক দুটি বৈশ্বিক রেটিং সংস্থা। এক বছর আগে আদানির এই প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্সকে ‘নেতিবাচক’ আখ্যা দিয়েছিল সংস্থা দুটি।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক শর্ট-সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর তারা এমন প্রতিবেদন প্রকাশ করেছিল।

গত এক বছরে আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড, আদানি ইলেক্ট্রিসিটি মুম্বাই লিমিটেড, আদানি ট্রান্সমিশন স্টেপ ওয়ান লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড ও আদানি গ্রিন এনার্জি লিমিটেড-আরজিআই আর্থিক মানদণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তাই মুডি’স এবং এসঅ্যান্ডপি গ্লোবাল তাদের ‘নেতিবাচক’তালিকা থেকে এই পাঁচ প্রতিষ্ঠানের নাম সরিয়ে ‘স্থিতিশীল’ হিসেবে স্বীকৃতি দিল।
মুডি’স এর এই প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে আদানি গ্রুপ পুনঃঅর্থায়নের পাশাপাশি নতুন ঋণ সুবিধা পাওয়ার মাধ্যমে বিভিন্ন ঋণ লেনদেন সম্পন্ন করেছে। এটি ভারতের বৃহত্তম এই বহুজাতিক প্রতিষ্ঠানটির একটি ন্যায্য মূল্যে ঋণ মূলধন পাওয়ার ধারাবাহিকতাকে নির্দেশ করে।

বিবৃতিতে আরও বলা হয় ‘একইসঙ্গে কিছু বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যেমন- জিকিউজি এবং কাতার ইনভেস্টমেন্ট অথরিটি এর মতো কোম্পানিগুলো কিছু বড় মাপের ইক্যুটি ট্রানজেকশন পরিচালনা করেছে, যেটি গ্রুপের ধারাবাহিক ইক্যুটি মার্কেট এর সফলতা নির্দেশ করে।’

এসএন্ডপি গ্লোবাল এর পরিবর্তিত বিবৃতিতে জানায়, ‘শেয়ারের মূল্য, ইক্যুইটি, এবং একাধিক সংস্থার দ্বারা প্রতিযোগিতামূলক হারে নেওয়া ব্যাঙ্ক ঋণের সাথে যুক্ত সব প্রোমোটার লোন পরিশোধিত হওয়ায় পুনরায় অর্থায়ন সম্ভব হয়েছে। আমাদের দৃষ্টিতে, রেটপ্রাপ্ত সংস্থা আদানি ইলেকট্রিসিটি মুম্বাই লিমিটেড (এইএমএমএল) এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) ডেবট সার্ভিসিংয়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য ইতিবাচক প্রতিযোগিতামূলক অবস্থান, নগদ প্রবাহ এবং পর্যাপ্ত তারল্যের সুবিধা রয়েছে।

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

‘স্থিতিশীল’ পর্যায়ে এসেছে আদানির চার প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

ভারতের বৃহত্তম বহুজাতিক প্রতিষ্ঠান আদানি পোর্টফোলিওর চারটি প্রতিষ্ঠানকে ‘স্থিতিশীল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে মুডি’স এবং এসঅ্যান্ডপি গ্লোবাল নামক দুটি বৈশ্বিক রেটিং সংস্থা। এক বছর আগে আদানির এই প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্সকে ‘নেতিবাচক’ আখ্যা দিয়েছিল সংস্থা দুটি।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক শর্ট-সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর তারা এমন প্রতিবেদন প্রকাশ করেছিল।

গত এক বছরে আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড, আদানি ইলেক্ট্রিসিটি মুম্বাই লিমিটেড, আদানি ট্রান্সমিশন স্টেপ ওয়ান লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড ও আদানি গ্রিন এনার্জি লিমিটেড-আরজিআই আর্থিক মানদণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তাই মুডি’স এবং এসঅ্যান্ডপি গ্লোবাল তাদের ‘নেতিবাচক’তালিকা থেকে এই পাঁচ প্রতিষ্ঠানের নাম সরিয়ে ‘স্থিতিশীল’ হিসেবে স্বীকৃতি দিল।
মুডি’স এর এই প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে আদানি গ্রুপ পুনঃঅর্থায়নের পাশাপাশি নতুন ঋণ সুবিধা পাওয়ার মাধ্যমে বিভিন্ন ঋণ লেনদেন সম্পন্ন করেছে। এটি ভারতের বৃহত্তম এই বহুজাতিক প্রতিষ্ঠানটির একটি ন্যায্য মূল্যে ঋণ মূলধন পাওয়ার ধারাবাহিকতাকে নির্দেশ করে।

বিবৃতিতে আরও বলা হয় ‘একইসঙ্গে কিছু বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যেমন- জিকিউজি এবং কাতার ইনভেস্টমেন্ট অথরিটি এর মতো কোম্পানিগুলো কিছু বড় মাপের ইক্যুটি ট্রানজেকশন পরিচালনা করেছে, যেটি গ্রুপের ধারাবাহিক ইক্যুটি মার্কেট এর সফলতা নির্দেশ করে।’

এসএন্ডপি গ্লোবাল এর পরিবর্তিত বিবৃতিতে জানায়, ‘শেয়ারের মূল্য, ইক্যুইটি, এবং একাধিক সংস্থার দ্বারা প্রতিযোগিতামূলক হারে নেওয়া ব্যাঙ্ক ঋণের সাথে যুক্ত সব প্রোমোটার লোন পরিশোধিত হওয়ায় পুনরায় অর্থায়ন সম্ভব হয়েছে। আমাদের দৃষ্টিতে, রেটপ্রাপ্ত সংস্থা আদানি ইলেকট্রিসিটি মুম্বাই লিমিটেড (এইএমএমএল) এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) ডেবট সার্ভিসিংয়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য ইতিবাচক প্রতিযোগিতামূলক অবস্থান, নগদ প্রবাহ এবং পর্যাপ্ত তারল্যের সুবিধা রয়েছে।

 

স/মিফা