০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক

সারা বিশ্বে অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক । তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ তথ্য জানিয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কাজ করার কথা জানান তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট অধ্যাপক ফাহরেতিন আলতুন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনের আগে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট অধ্যাপক ফাহরেতিন আলতুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার লক্ষ্য করা যাচ্ছে। এগুলো অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এ নেতিবাচক প্রভাবের শিকার। এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপতথ্য ও ভ্রান্ত তথ্য প্রতিরোধ করা ।

তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে। তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তাসহ পারস্পরিক সহযোগিতার আমরা একসাথে কাজ করতে পারি। ফিলিস্তিনের গাজায় যেভাবে ক্রমাগত বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটছে এই ধরনের অপতথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করেতে হবে।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক

আপডেট সময় : ০৮:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

সারা বিশ্বে অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক । তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ তথ্য জানিয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কাজ করার কথা জানান তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট অধ্যাপক ফাহরেতিন আলতুন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনের আগে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট অধ্যাপক ফাহরেতিন আলতুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার লক্ষ্য করা যাচ্ছে। এগুলো অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এ নেতিবাচক প্রভাবের শিকার। এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপতথ্য ও ভ্রান্ত তথ্য প্রতিরোধ করা ।

তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে। তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তাসহ পারস্পরিক সহযোগিতার আমরা একসাথে কাজ করতে পারি। ফিলিস্তিনের গাজায় যেভাবে ক্রমাগত বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটছে এই ধরনের অপতথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করেতে হবে।

 

 

স/মিফা