রাজারহাটে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছরে দিবসটির স্লোগান ছিল “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান”।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম আরিফুল হক সহকারী কমিশনার ভূমি। উপজেলা পরিসংখ্যান অফিসার এটিএম রিয়াসদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু সহ অন্যান্য দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।























