তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আপনারা বুঝতে পারবেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের অবস্থানকে যে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন, সেখানে কত অল্প সংখ্যক দেশ যেতে পেরেছে। তিনি বিশ্ব সম্প্রদায়ে আমাদের অবস্থান পরিবর্তন করেছেন। গতকাল বৃহস্পতিবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার প্রথম অংশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল- যেখানে তিনি উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
প্রতীমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনা শুধুমাত্র মৌলিক অধিকার-খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনতার মূল প্রতিপাদ্য হচ্ছে-মাথা উঁচু করে দাঁড়ানো এবং কারো কাছে মাথা নত না করা।
প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু অর্থনৈতিক উন্নয়নই করেননি, অধিকন্তু তিনি দেশের অন্যান্য সব খাতেও উন্নতি করেছেন।
তিনি আরও বলেন, আজকের বাস্তবতায়, যা আপনারা (শিক্ষার্থীরা) এখন দেশে প্রত্যক্ষ করছেন, মাত্র ২০ বছর আগেও বাংলাদেশ এই মর্যাদায় ছিল না। আজ আপনাদের বড় স্বপ্ন দেখার ক্ষমতা বেড়েছে। আমরা জানি যে, আপনারা এখন বড় চিন্তা করতে পারেন এবং ভবিষ্যতে আপনারা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।























