০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকের মাধ্যমে নারীরা নিজের উদ্যোগকে ছড়িয়ে দিচ্ছেন

 

বিশ্বজুড়ে নারীদের অর্জন এবং সীমাবদ্ধতাকে তুলে ধরার দিন হলো আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ)। বাংলাদেশের বহু নারী কাজ করে যাচ্ছেন নতুনধারায়। অনলাইন জগতের মধ্য দিয়ে নারীরা কাজ করে যাচ্ছে ভিন্ন সব ক্ষেত্রে। এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টিকটকেও দেখা যায় বহু নতুন মুখ যারা তাদের কাজ তুলে ধরছে বিশ্বের কাছে। তেমনই কয়েকজন নারীর গল্প বলা হলো এখানে।

মুসফিকা : মুসফিকা নাসরিন টিকটকে ইংরেজি ভাষা শেখায় সহজ সব পদ্ধতিতে। মুসফিকা বলেন, টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার পাঠগুলো দ্রুত দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। আমি মনে করি, এই শিক্ষামূলক বিধয়বস্তু তুলে ধরার জন্য টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি।

খেয়ার স্টাইল : বাংলাদেশের বিশেষ সব উৎসবগুলো কেন্দ্র করে টিকটক প্ল্যাটফর্মে ক্যাথরিন খেয়া তার কন্টেন্ট দিয়ে ফ্যাশনকে তুলে ধরেন।
হৃদি শেখের নৃত্যছন্দ : বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখ টিকটকে তার কন্টেন্টের মধ্য দিয়ে তুলে ধরেন ভিন্ন ঘরানার সব নাচ। যেখানে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ফুটে উঠে হৃদির প্রতিভা।

খাবার নিয়ে প্রভা : ফুড ব্লগিংয়ের মাধ্যমে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ফাবিহা নওসিন প্রভা।
উদ্যোক্তা লাবিবা : সৃজনশীলতাকে ঘিরেই লাবিবা ইবনাথের উদ্যোক্তা হয়ে ওঠা। নানা ধরনের দেশীয় ডিজাইন আর কার্টুন দিয়ে তিনি স্নিকার ডিজাইন করেন।
এমন আরও অনেকেই টিকটকের মাধ্যমে তাদের উদ্যোগকে ছড়িয়ে দিচ্ছেন দেশ-বিদেশে।

জনপ্রিয় সংবাদ

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

টিকটকের মাধ্যমে নারীরা নিজের উদ্যোগকে ছড়িয়ে দিচ্ছেন

আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

 

বিশ্বজুড়ে নারীদের অর্জন এবং সীমাবদ্ধতাকে তুলে ধরার দিন হলো আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ)। বাংলাদেশের বহু নারী কাজ করে যাচ্ছেন নতুনধারায়। অনলাইন জগতের মধ্য দিয়ে নারীরা কাজ করে যাচ্ছে ভিন্ন সব ক্ষেত্রে। এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টিকটকেও দেখা যায় বহু নতুন মুখ যারা তাদের কাজ তুলে ধরছে বিশ্বের কাছে। তেমনই কয়েকজন নারীর গল্প বলা হলো এখানে।

মুসফিকা : মুসফিকা নাসরিন টিকটকে ইংরেজি ভাষা শেখায় সহজ সব পদ্ধতিতে। মুসফিকা বলেন, টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার পাঠগুলো দ্রুত দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। আমি মনে করি, এই শিক্ষামূলক বিধয়বস্তু তুলে ধরার জন্য টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি।

খেয়ার স্টাইল : বাংলাদেশের বিশেষ সব উৎসবগুলো কেন্দ্র করে টিকটক প্ল্যাটফর্মে ক্যাথরিন খেয়া তার কন্টেন্ট দিয়ে ফ্যাশনকে তুলে ধরেন।
হৃদি শেখের নৃত্যছন্দ : বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখ টিকটকে তার কন্টেন্টের মধ্য দিয়ে তুলে ধরেন ভিন্ন ঘরানার সব নাচ। যেখানে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ফুটে উঠে হৃদির প্রতিভা।

খাবার নিয়ে প্রভা : ফুড ব্লগিংয়ের মাধ্যমে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ফাবিহা নওসিন প্রভা।
উদ্যোক্তা লাবিবা : সৃজনশীলতাকে ঘিরেই লাবিবা ইবনাথের উদ্যোক্তা হয়ে ওঠা। নানা ধরনের দেশীয় ডিজাইন আর কার্টুন দিয়ে তিনি স্নিকার ডিজাইন করেন।
এমন আরও অনেকেই টিকটকের মাধ্যমে তাদের উদ্যোগকে ছড়িয়ে দিচ্ছেন দেশ-বিদেশে।