বুধবার ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি হাজী আলাউদ্দিন।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোন্সারা জুসি, ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ড় কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদাত হোসেন শাকা,পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন।
সংবর্ধিত অতিথি ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলা উদ্দিন বলেন ফেনীবাসীর অহংকার তার প্রতিষ্ঠিত স্টারলাইন গ্রুপে ফেনীর হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান করেছে। একটি লোকাল বাস কোম্পানী থেকে স্টারলাইন গ্রুপে পরিনত হয়েছে। তিলেতিলে এ কোম্পানিটি দেশের গন্ডি ফেরিয়ে আজ বিশ্বের বেশ কয়েকটি দেশে স্টারলাইন গ্রুপ ব্যবসা করছে। হাজী আলা উদ্দিন সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার কারনে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ সড়ক ও মালিক সমিতির কার্যকারী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।























