গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী সহ ৩৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কোনাবাড়ির শ্রমিক কলোনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিলিন্ডারে আগুন ধরার পর সেটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। শফিক খানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।ঘটনার পরপরই স্থানীয়রা দগ্ধদের কোনাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর দগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে।
শিরোনাম
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ দগ্ধ-৩৫
-
গাজীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 140
জনপ্রিয় সংবাদ






















