➤দুর্নীতি এড়াতে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা পাকিস্তানের
ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ বলেছেন, পাকিস্তান ১১ মার্চ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নোট করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম জানানো হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগাম নোটিস সংক্রান্ত চুক্তির ধারা ২-এ নির্ধারিত তিন দিনের টাইমলাইন অনুসরণ করেনি ভারত। আগাম নোটিস সংক্রান্ত চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। গত বৃহস্পতিবার এক সাপ্তাহিক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিব্রিউনের।
উল্লেখ্য, ভারত গত ১১ মার্চ অগ্নি-৫ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। মিশন দিব্যস্ত্র নামে ভারতের এমআইআরভি প্রযুক্তির ফ্লাইট পরীক্ষাটি ওড়িশার ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে পরিচালনা করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। একটি চুক্তির অধীনে যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পাকিস্তান ও ভারত পরস্পরকে আগাম নোটিস দিতে বাধ্য। কিন্তু গত ১১ মার্চের ক্ষেপণাত্র পরীক্ষার সময় ভারত এই চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে ১৯৯০ সাল থেকে মাঝারি এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ভারত।
দুর্নীতি এড়াতে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা পাকিস্তানের : ঋণ কর্মসূচির অধীনে চূড়ান্ত অংশের জন্য পাকিস্তান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের ওপর আলোকপাত করা হবে। দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা বাড়ানোর জন্য নতুন প্লাস্টিকের মুদ্রার নোট চালু করার পরিকল্পনা করছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। আলোচনায় এই পরিকল্পনার বিষয়টিও আইএমএফ প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করা হবে।
বৈঠকে আইএফের সফররত প্রতিনিধিদলকে আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ও এফবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের অধীনে প্রতিবেদন প্রকাশের অগ্রগতিও এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। আইএমএফ প্রতিনিধিরা পাকিস্তানকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এবং অন্যান্য সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণের জন্য একটি ব্যাপক পরিকল্পনা উপস্থাপনের অনুরোধ করেছে। সূত্র জানিয়েছে, বৈঠকে আইএমএফ দলকে বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণের উদ্দেশ্যে ব্যাংক ও সরকারের মধ্যে ঋণের শর্তাবলি সম্পর্কেও অবহিত করা হবে।
























