০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

 

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দৈনিক সবুজ বাংলাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কেএন রায় নিয়তি।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে ৫৫৪ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ৩৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০টি মামলা রুজু হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এডিসি কেএন রায় নিয়তি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

আপডেট সময় : ০৭:৫৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

 

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দৈনিক সবুজ বাংলাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কেএন রায় নিয়তি।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে ৫৫৪ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ৩৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০টি মামলা রুজু হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এডিসি কেএন রায় নিয়তি।