ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের সাড়ে চারআনি এলাকার ধর্মীয় ও মানবিক সহায়তায় মুসল্লিদের জন্য দুটি মসজিদ, ৩টি বসতঘর ও ৪ টিউবওয়েল স্থাপন করেছেন কুয়েতের দুই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খাইরান আল জুম্মাহ ও মোঃ হাদী আল জুম্মাহ। কুয়েত প্রবাসী মোঃ মাসুম বিল্লাহর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে তিনি র্দীঘদিন ধরে কুয়েত প্রবাসী। মাসুম বিল্লাহ পশ্চিম রাজাপুর গ্রামের সাড়ে চারআনি এলাকার মৃত মোঃ শাহজালাল মাষ্টারের ছেলে।
সরেজমিনে জানা গেছে, পশ্চিম রাজাপুর ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মসজিদ, মৃত শাহজালাল মাষ্টারের বাড়ির সামনে একটি সমজিদ স্থাপন করা হচ্ছে। এছাড়া হানিফ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, নুরুল ইসলামের ছেলে শহীদ হাওলাদার, আজাহার আলীর ছেলে আবু বকরকে টিনসেট বিল্ডিং নির্মান করে দেয়া হয়। এছাড়া হাতেম আলী হাওলাদারের বাড়িতে একটি, শেখ জাহাঙ্গীর বাড়িতে একটি, রহমান হাওলাদারের বাড়িতে ১টি ও শাহজালাল হাওলাদারের বাড়ির সামনে একটি টিউবওয়েল স্থাপন করা হচ্ছে।
বসতঘর ঘর পাওয়া কবির হাওলাদার, শহীদ হাওলাদার, আবু বকর জানান, আগে খুপড়ি ঘরে ঝড় বৃষ্টি ও শীতের মৌসুমে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করা হতো। কিন্তু কুয়েত প্রবাসী মাসুম বিল্লাহর প্রচেষ্টা ও সহায়তায় পাকা বসতঘর পেয়ে এখন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি। যাহারা এ ঘর নির্মানে সহায়তা করেছেন আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। স্থানীয় শেখ জাহাঙ্গীর, রহমান হাওলাদার ও আব্দুল হাকিম জানান, এই এলাকায় আগে বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবওয়েল ছিল না। অনেক কস্ট করে দূর থেকে পানি সংগ্রহ করা হতো অনেকে খাল ও নদীর পানি পান করে নানা রোগাক্রান্ত হতো। কিন্তু সম্প্রতি কুয়েতের দুই ব্যবসায়ীর সহায়তায় কুয়েত প্রবাসী মাসুম বিল্লাহর তত্ত্ববধায়নে আমাদের এলাকায় ৪ টি টিউবওয়েল স্থাপন করার ফলে এখন খাবার পানির সমস্যা নেই। এছাড়া ওই এলাকায় দুটি মসজিদ নির্মান করায় এলাকার মুসল্লিদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আগে ছাপড়া দেয়া মসজিদে কোনমতে কস্ট করে নামাজ আদায় করতেন এই মসজিদ দুটির নির্মান কাজ প্রায় শেষের পথে। মসজিদ দুটি চালু হলে এলাকার শত শত মসল্লিরা আরামে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ, ঘর ও টিউভওয়েল নির্মানে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
কুয়েত প্রবাসী মাসুম বিল্লাহ জানান, ধর্মীয় ও মানবিক সহায়তার অংশ হিসেবে দুটি মসজিদ, অসহায় ব্যক্তিদের জন্য চারটি বসতঘর ও ৪ টিউবওয়েল স্থাপন করেছেন কুয়েতের দুই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খাইরান আল জুম্মাহ ও মোঃ হাদী আল জুম্মাহ। মুসল্লিদের ইবাদাত ও অসহায় ব্যক্তিদের জীবনমানের উন্নয়নের লক্ষে এ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তারা।





















