পবিত্র ঈদুল ফিতর সমাগত। বুধবার থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। সবার প্রস্তুতি এখন ঈদ ঘিরে। তার আগে গতকাল রোববারও লাইলাতুল কদর উপলক্ষে সরকারি ছুটি ছিল। সব মিলে ব্যস্ত ঢাকার সড়কে কমেছে কোলাহল। যানজটের শহরে নামতে শুরু করেছে নীরবতা। সড়কে ট্রাফিক সিগন্যাল, ইন্টার সেকশনে যানবাহন দাঁড়াতে হচ্ছে মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য। এরপর আবারো ঘুরছে গাড়ির চাকা। অর্থাৎ খালি হচ্ছে ঢাকা, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। রাজধানীর সড়ক ফাঁকা হলেও প্রিয়জন-স্বজনদের সঙ্গে যারা নাড়ির টানে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছেন তাদের গন্তব্য সব ঘাট, টার্মিনাল কিংবা স্টেশন। আর যারা ঢাকায় থাকছেন কিংবা ঢাকার স্থায়ী বাসিন্দা তাদের অনেকে যাচ্ছেন মার্কেটে। সংগত কারণে যানবাহনের চাপ মার্কেটমুখী ও টার্মিনালমুখী সড়কে। গতকাল রোববার রাজধানীর শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, তেজগাঁও, কাকরাইল ও প্রেস ক্লাব এলাকা ঘুরে দেখা গেছে, আগের মতো সড়কে নেই গাড়ির চাপ। সিগন্যাল বা ইন্টারসেকশন ছাড়া কোথাও যানবাহন দাঁড়াতে হচ্ছিল না। বেলা বাড়ার সঙ্গে যানবাহন ও মানুষের উপস্থিতি বরং আরো কমে যায়। এ চিত্র চিরচেনা ঢাকার মতো না। ফাঁকা ঢাকায় চলতে দেখা গেছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও কিছু সংখ্যক বাস। তবে সড়কে রিকশার চলাচল বাড়ে। আর ঢাকা ফাঁকা হতে থাকায় চলাচলে কমে এসেছে সময়। ঘণ্টার পথ ২০ মিনিটেই পৌঁছানো যাচ্ছে। রাজধানীর সড়কের কোথাও কোনো যানজটের দেখা মেলেনি। সিগন্যালগুলোতে ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেছে নির্ভার। এদিকে মেট্রো রেলেও আগের চেয়ে কম যাত্রী দেখা যায়। ট্রাফিক রমনা জোনের সহকারী কমিশনার মো. সাকিব হোসাইন জানান, অনেক নির্ভার। আগে তো প্রায়দিনই ট্রাফিক বক্সে কিংবা সড়কে দাঁড়িয়েই ইফতার করতে হয়েছে। গত শুক্রবার থেকে চাপ কমতে শুরু করেছে। আজ (গতকাল রোববার) তো আমার এলাকায় কোনো চাপ নেই। একদম ফাঁকা। তবে বেইলী রোডে কিছুটা মানুষের যাতায়াত বাড়ে আছরের নামাজের পর।
শিরোনাম
ফাঁকা হচ্ছে ঢাকা, কমছে যানজট
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- । প্রিন্ট
- 100
জনপ্রিয় সংবাদ


























