ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট নেওয়া হয়। আসনগুলো হলো কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। উৎসবের মেজাজেই ভোট দিতে গেছেন বিভিন্ন আসনের ভোটাররা। এ নিয়ে বেশ কিছু ঘটনা শিরোনামও এসেছে। যেমন এক বৃদ্ধা ভোট দিতে গিয়ে জানতে পারলেন তিনি আর এই পৃথিবীতে নেই, মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রে। ভোট দিতে গিয়ে এক বৃদ্ধা জানতে পারেন, তিনি মারা গেছেন, আর ভোট দিতে না পেরে হতাশ তিনি। কাগজে-কলমে মৃত হওয়ায় বাস্তবে জীবিত এই ভোটারের ভোট দিতে পারেননি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিভি-৯ বাংলা।
সংবাদমাধ্যমটি বলছে, ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম বাসন্তী দাস। তিনি শুক্রবার সকাল সকাল ভোট দিতে কেন্দ্র চলে যান। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে শুনলেন, তিনি নাকি মারা গেছেন। তাই ভোট দিতে দেওয়া হবে না তাকে। কাগজে-কলমে তিনি মৃত।
ভোটের ডিউটিতে থাকা প্রিজাইডিং অফিসার জানান, তার কিছু করার নেই, ভোটার তালিকায় ডিলিট রয়েছে তাই ভোট দিতে পারবেন না তিনি, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে ওই বৃদ্ধাকে।
ভোটার বাসন্তী বলেন, সাড়ে সাতটার সময় ভোট দিতে যাই। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে থাকার পরেও ভোট দিতে পারিনি। খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে আমি মরে গিয়েছি। আমি তো প্রতিবারই ভোট দিই। কিন্তু এবার পারলাম না। প্রতিবার তো এখানেই ভোট দিই। এবারে কী হলো জানি না।