খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় কংচাইরী পাড়াতে সাংগ্রাই উৎসব উপলক্ষে মারমা যুব কল্যাণ সংঘ আয়োজনে বলি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ভাইবোনছড়া বাজার চেঙ্গী ব্রীজের সংলগ্ন ফসলি মাঠ প্রাঙ্গণে বলি খেলা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা।
এ খেলায় পার্বত্য অঞ্চলে ১৪ জন বলি অংশ গ্রহন করেছে। হাজারো মানুষ এ খেলা উপভোগ করেছে। বলি খেলায় প্রথম হয়েছে খাগড়াছড়ি রাজ্যমনি পাড়া থেকে সৃজন চাকমা। বলির খেলা পরে মাহা সাংগ্রাইং পোয়ে: অর্থাৎ সাংগ্রাই উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কংচাইরী পাড়া সাংগ্রাই উদযাপন কমিটির সদস্য সচিব মংসানু মারমা উপস্থাপনায় কমিটির আহবায়ক আফ্রুমং মারমার সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নেত্রী বাঁশরী মারমা, মিলেনিয়াম ভাইবোন ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, কংচাইরী পাড়া উন্নয়ন কমিটির সভাপতি মংশি মারমা, সাংগ্রাই উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক অংহ্লাপ্রু মারমা, সাংবাদিক হলাপ্রুসাই মারমাসহ অন্যান্য অতিথিবৃন্দ। লাকী কুপন লটারী ড্র ও বাংলাদেশের প্রথম আইডল শিল্পী মংউচিং মারমা পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
























