০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি ১০ মিনিটেই একটি শিশু নিহত হচ্ছে : জাতিসংঘ

◉খান ইউনিসে গণকবরে ৫০ জনের মরদেহের সন্ধান
◉রাফায় হামলায় নিহত ১০, অধিকাংশই শিশু
◉এরদোগানের সঙ্গে হামাস প্রধান হানিয়ার বৈঠক
◉ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ এরদোগানের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এ কথা জানিয়েছে। ১ এপ্রিল থেকে গতকাল শুক্রবারের পরিসংখ্যান তুলে ধরে গাজার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে ইসরায়েলের হামলায় শিশুদের হতাহত হওয়ার এ মারাত্মক পরিসংখ্যান সামনে এনেছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তরও (ওসিএইচএ)। এ সময়ের মধ্যে উত্তর গাজা ও দক্ষিণ গাজার কিছু অংশে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম যে সমন্বয়ের দরকার ছিল, তা করেনি ইসরায়েল কিংবা ইসরায়েলি কর্তৃপক্ষ এতে বাধা দিয়েছে। গাজার খান ইউনিস শহরে নাসের মেডিক্যাল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করে। জরুরি সেবা বিভাগ বলেছে, আমাদের দল অবশিষ্ট শহীদদের মরদেহ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে। কেননা শহরটিতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক শহীদের মরদেহ রয়েছে।

গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৩৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ হাজার ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ হাজারের বেশি শিশু রয়েছে। এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়টিই শিশু। গত শুক্রবার রাতে রাফার পশ্চিমে তাল আস-সুলতান এলাকায় ওই হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানায়। চিকিৎসকরা জানিয়েছেন, এই শিশুরা মারাত্মকভাবে আহত হয়েছিল। দেহগুলো ছিল রক্তাক্ত। এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়টিই শিশু। আসন্ন স্থল অভিযানের অংশ হিসেবে ইসরায়েল রাফায় হামলা জোরদার করেছে বলে মনে করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের হামলার মুখে উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে সেখানে প্রায় ১৫ লাখ মানুষ গাদাগাদি করে অবস্থান করছেন।

ঘনবসতিপূর্ণ এলাকাটিতে স্থল অভিযান না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে অবরুদ্ধ গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আজ ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পশ্চিম তীরের নুর শামস শরণার্থীশিবিরে অভিযান চালিয়ে ১০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

 

অন্যদিকে ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, গত শনিবার ইস্তাম্বুলে এরদোগান তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে। তুরস্ক সফরে তাঁর সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাও করা হচ্ছে।

এরদোগানকে আক্রমণ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আক্রমণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। হানিয়ার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইসরায়েল কাটজ। পোস্টে হানিয়া-এরদোগানের বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দুই নেতাকে হাত মোলাকাত করতে দেখা যায়। ইসরায়েল কাটজ তার পোস্টের একটি অংশে লিখেছেন, ‘রিসেপ তাইয়েপ এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত!’

জনপ্রিয় সংবাদ

প্রতি ১০ মিনিটেই একটি শিশু নিহত হচ্ছে : জাতিসংঘ

আপডেট সময় : ০৭:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

◉খান ইউনিসে গণকবরে ৫০ জনের মরদেহের সন্ধান
◉রাফায় হামলায় নিহত ১০, অধিকাংশই শিশু
◉এরদোগানের সঙ্গে হামাস প্রধান হানিয়ার বৈঠক
◉ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ এরদোগানের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এ কথা জানিয়েছে। ১ এপ্রিল থেকে গতকাল শুক্রবারের পরিসংখ্যান তুলে ধরে গাজার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে ইসরায়েলের হামলায় শিশুদের হতাহত হওয়ার এ মারাত্মক পরিসংখ্যান সামনে এনেছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তরও (ওসিএইচএ)। এ সময়ের মধ্যে উত্তর গাজা ও দক্ষিণ গাজার কিছু অংশে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম যে সমন্বয়ের দরকার ছিল, তা করেনি ইসরায়েল কিংবা ইসরায়েলি কর্তৃপক্ষ এতে বাধা দিয়েছে। গাজার খান ইউনিস শহরে নাসের মেডিক্যাল কমপ্লেক্সে একটি গণকবরে ৫০ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করে। জরুরি সেবা বিভাগ বলেছে, আমাদের দল অবশিষ্ট শহীদদের মরদেহ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে। কেননা শহরটিতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক শহীদের মরদেহ রয়েছে।

গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৩৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ হাজার ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ হাজারের বেশি শিশু রয়েছে। এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়টিই শিশু। গত শুক্রবার রাতে রাফার পশ্চিমে তাল আস-সুলতান এলাকায় ওই হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানায়। চিকিৎসকরা জানিয়েছেন, এই শিশুরা মারাত্মকভাবে আহত হয়েছিল। দেহগুলো ছিল রক্তাক্ত। এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়টিই শিশু। আসন্ন স্থল অভিযানের অংশ হিসেবে ইসরায়েল রাফায় হামলা জোরদার করেছে বলে মনে করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের হামলার মুখে উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে সেখানে প্রায় ১৫ লাখ মানুষ গাদাগাদি করে অবস্থান করছেন।

ঘনবসতিপূর্ণ এলাকাটিতে স্থল অভিযান না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে অবরুদ্ধ গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আজ ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পশ্চিম তীরের নুর শামস শরণার্থীশিবিরে অভিযান চালিয়ে ১০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

 

অন্যদিকে ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, গত শনিবার ইস্তাম্বুলে এরদোগান তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে। তুরস্ক সফরে তাঁর সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাও করা হচ্ছে।

এরদোগানকে আক্রমণ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আক্রমণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। হানিয়ার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইসরায়েল কাটজ। পোস্টে হানিয়া-এরদোগানের বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দুই নেতাকে হাত মোলাকাত করতে দেখা যায়। ইসরায়েল কাটজ তার পোস্টের একটি অংশে লিখেছেন, ‘রিসেপ তাইয়েপ এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত!’