প্রচন্ড গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য রংপুরে ইসতিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা। আজ ২৫ এপ্রিল বৃহ¯পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর জুম্মাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ।
এতে ইমামতি করেন মাওলানা ইকবাল হোসেন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত। এ সময় মুসল্লিগণ হাউমাউ করে কেঁদে তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহ প্রার্থনা করেন। বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল ¯পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। নামাজ শেষে মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে।
জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করা হয়েছে। ইসতিসকার নামাজের ইমাম মাওলানা ইকবাল হোসেন বলেন, নবী করীম (সা.) এর যুগেও অনাবৃষ্টির সময়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এরপর বৃষ্টি হয়েছে। এ কারণে অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য মুসল্লিরা এ নামাজ আাদায় করে থাকেন।

























