০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আড়াইশর বেশি রান তাড়ায় কাছে গিয়ে হারল মুম্বাই

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুম্বাইয় ইন্ডিয়ান্সের লক্ষ্যটা ছিল ২৫৮ রানের। কঠিন হলেও অসম্ভব যে ছিল, মোটেই তেমনটা না। আগের ম্যাচেই তো কলকাতার ২৬২ রান তাড়ায় জিতেছিল পাঞ্জাব কিংস। কিন্তু পারল না মুম্বাই, তাদের হারতে হলো ১০ রানে।

 

 

তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া উইকেটে গেড়ে বসলেও শেষ পর্যন্ত জয়টা পাওয়া হয়নি মুম্বাইয়ের। শনিবার (২৭ এপ্রিল) ৯ উইকেটে ২৪৭ রান করতে সমর্থ হয়েছে তারা। পান্ডিয়া ২৪ বলে করেন ৪৬ রান। শেষদিকে টিম ডেভিডকে নিয়ে জয়ের চেষ্টা চালিয়েছিলেন তিলক। ৩২ বলে ৬৩ রান করেন তিলক। ডেভিড ১৭ বলে করেন ৩৭ রান।

 

 

বাকিদের মধ্যে সূর্যকুমার যাদব ২৬, ইশান কিশান ২০ ও পিযুজ চাওলা ১০ রান করেন। দিল্লির হয়ে ৩টি করে উইকেট নেন মুকেশ কুমার ও রাসিখ ডার সালাম। ২ উইকেট পান খলিল আহমেদ।

 

 

এর আগে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, ত্রিস্টান স্টাবস, শাই হোপ, অভিষেক পোরেল ও রিশভ পন্তের ব্যাটে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান করে দিল্লি। ম্যাকগার্ক ২৭ বলে ৮৪, ত্রিস্টান স্টাবস ৪৮, শাই হোপ ৪১, অভিষেক পোরেল ৩৬ ও পন্ত ২৯ রান করেন। মুম্বাইয়ের হয়ে ১টি করে উইকেট নেন লুক উড, জাসপ্রিত বুমরাহ, চাওলা ও মোহাম্মদ নবি।

সভ্য ও মার্জিত সমাজ গঠনে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে- মোতাহার হোসেন পাটওয়ারী

আড়াইশর বেশি রান তাড়ায় কাছে গিয়ে হারল মুম্বাই

আপডেট সময় : ০৯:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুম্বাইয় ইন্ডিয়ান্সের লক্ষ্যটা ছিল ২৫৮ রানের। কঠিন হলেও অসম্ভব যে ছিল, মোটেই তেমনটা না। আগের ম্যাচেই তো কলকাতার ২৬২ রান তাড়ায় জিতেছিল পাঞ্জাব কিংস। কিন্তু পারল না মুম্বাই, তাদের হারতে হলো ১০ রানে।

 

 

তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া উইকেটে গেড়ে বসলেও শেষ পর্যন্ত জয়টা পাওয়া হয়নি মুম্বাইয়ের। শনিবার (২৭ এপ্রিল) ৯ উইকেটে ২৪৭ রান করতে সমর্থ হয়েছে তারা। পান্ডিয়া ২৪ বলে করেন ৪৬ রান। শেষদিকে টিম ডেভিডকে নিয়ে জয়ের চেষ্টা চালিয়েছিলেন তিলক। ৩২ বলে ৬৩ রান করেন তিলক। ডেভিড ১৭ বলে করেন ৩৭ রান।

 

 

বাকিদের মধ্যে সূর্যকুমার যাদব ২৬, ইশান কিশান ২০ ও পিযুজ চাওলা ১০ রান করেন। দিল্লির হয়ে ৩টি করে উইকেট নেন মুকেশ কুমার ও রাসিখ ডার সালাম। ২ উইকেট পান খলিল আহমেদ।

 

 

এর আগে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, ত্রিস্টান স্টাবস, শাই হোপ, অভিষেক পোরেল ও রিশভ পন্তের ব্যাটে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান করে দিল্লি। ম্যাকগার্ক ২৭ বলে ৮৪, ত্রিস্টান স্টাবস ৪৮, শাই হোপ ৪১, অভিষেক পোরেল ৩৬ ও পন্ত ২৯ রান করেন। মুম্বাইয়ের হয়ে ১টি করে উইকেট নেন লুক উড, জাসপ্রিত বুমরাহ, চাওলা ও মোহাম্মদ নবি।