১০ মে, শুক্রবার হোটেল ইউনি রিসোর্টের হল রুমে DIVA Organisation এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা অনুষ্ঠানে কক্সবাজারে বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন Tawazzoh Boutique এর স্বত্বাধিকারী ইয়াসমিন আক্তার। এই অনুষ্ঠানটি আয়োজন করেন DIVA Organisation এর প্রতিষ্ঠাতা নওশাবা সিয়াম।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেন চেম্বার অফ কমার্স সভাপতি জাহানারা ইসলাম।
মনোয়ারা পারভীন সহ সভাপতি ওমেন চেম্বার অফ কমার্স।
উদ্যোক্তা হয়ে নারীরা শুধু নিজেকে স্বাবলম্বী করছে তা না,দেশের অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
DIVA Organisation কক্সবাজারের প্রথম গার্লস অনলাইন প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মে কাজ করে অনেক মহিলায় স্বাবলম্বী হয়েছেন।





















